Posts

ইস্যু-১

জীবনে অনেক কিছু চিন্তা করেছি, কিন্তু কখনো যে ব্লগ লিখবো তা চিন্তা করি নাই। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, আর এখন ভবঘুরে। বিজ্ঞান বিভাগের ছাত্রদের মাথায় আর যাই আসুক না কেনো লেখা লিখি করার চিন্তা তারা করে না। কিন্তু কেন জানি আমার মনে হলো যে লেখা উচিত, আমার কিছু লেখা উচিত। নিজের জন্য না হলেও আমাদের যুবসমাজের জন্য ত কিছু লেখা উচিত। আসলে ভাই এইখানে যাই বয়ান আমি দেই না কেনো সবটাই নিজের স্বার্থেই দিবো। কারন এইখানে লেখা টা পড়ে যদি কেউ বিন্দুমাত্র পরিবর্তন হয় সেইটাও আমার কাজে দেবে, আর আপনারা ত জানেন ই আপনারা যত পড়বেন আমাকে গুগল কোম্পানি সেই হিসাবেই কিছু সম্মানি দেবে।  আসলে যে বিষয় নিয়া কথা বলতে চাচ্ছি, তাতে অপনাদের পড়ার কোনো ইচ্ছা হবে কিনা জানি না। কিন্তু লিখতে আমাকে হবেই। তাই আউল ফাউল না বইল্যা আসল কথায় আসি। কথাটা হচ্ছে আমাদের দেশের যুবসমাজরা এখন খুবি আধুনিক। সবাই ইন্টারনেট নামক বিষয়টাকে খুব ভালোভাবেই চেনে। আর যারা ইন্টারনেট চেনে সবাই মনে হয় স্যোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ যুক্ত। আমাদের দেশে স্যোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী মানুষের সংখ্যা ২৬ মিলিয়ন(ইন্টারনেট থেকে প্রাপ্ত)। খুব বড় অংক তা